Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কর্মসম্পাদনের সার্বিক চিত্র

কর্মসম্পাদনের সার্বিক চিত্রের জন্য বছরঃ ২০২৪-২৫

কর্মসম্পাদনের সার্বিক চিত্র
সাম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ:


বাংলাদেশ একটি জনবহুল দেশ। স্বাধীনতা উত্তর বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ তথা পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে সুখী ও সমৃদ্ধ জাতি গঠনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফলে জনসংখ্যা বৃদ্ধির হার কমে এখন ১.০১% (বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক-২০২০) দাঁড়িয়েছে। বর্তমানে টিএফআর ২.৩ (বিডিএইচএস-২০২২) এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার ৬৪% (বিডিএইচএস-২০২২)। এছাড়া অপূর্ণ চাহিদার হার ১২.% (বিডিএইচএস-২০১৭-১৮) থেকে কমে ১০% (বিডিএইচএস-২০২২) হয়েছে। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার হ্রাসে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ ঘন্টা গর্ভবর্তী ও প্রসুতি সেবার ব্যবস্থা করা হয়েছে। ফলশ্রতিতে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার হ্রাস পেয়েছে এবং দক্ষ ব্যক্তি দ্বারা হার ডেলিভারীর হার ৫৩.৯% (বিডিএইচএস-২০১৭-১৮) থেকে বৃদ্ধি পেয়ে ৬৯.৮% (বিডিএইচএস-২০২২) উন্নীত হয়েছে। পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্যসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও বাস্তবায়নের জন্য ‘‘বাংলাদেশ জনসংখ্যা নীতি ২০১২’’ প্রণীত হয়েছে। সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলা উপরোক্ত অধিকাংশ সুচকে এগিয়ে রয়েছে।

সমস্যা এবং চ্যালেঞ্জসমূহ:

বাংলাদেশের জনসংখ্যার প্রায় ২৩% কিশোর কিশোরী। এই অল্পবয়সী বিশাল জনগোষ্ঠির একটা বড় অংশ বিবাহিত জীবনে প্রবেশ করে স্বল্প প্রজনন স্বাস্থ্য বিষয়ক ধারণা নিয়ে। এদের সম্পূর্ণভাবে পরিবার পরিকল্পনা সেবার আওতায় আনা এবং শহরাঞ্চলে গড়ে ওঠা বস্তিবাসীদের পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রমের আওতায় আনা দূরূহ হয়ে পড়েছে। এছাড়া রাজশাহী বিভাগ উলেস্নখযোগ্য অগ্রগতি অর্জন করলেও সিলেট ও চট্টগ্রাম বিভাগের সিপিআর বৃদ্ধি করা ও টিএফআর নামিয়ে আনা, স্থায়ী পদ্ধতিতে পুরম্নষের অংশগ্রহণ বৃদ্ধি করা, আনমেট নীড কমিয়ে আনা, পদ্ধতিভিত্তিক ড্রপ আউট কমিয়ে আনা, দুর্গম এলাকায় পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ অন্যতম জাতীয় চ্যালেঞ্জ। বাংলাদেশের সামগ্রিক সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলায় সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার অগ্রগতি ধরে রাখা এবং কোন কোন সুচকের অগ্রগতি বৃদ্ধি করা প্রয়োজন।

ভবিষ্যৎ পরিকল্পনা:

১ বাড়ী বাড়ী পরিদর্শনের মাধ্যমে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া অব্যাহত রাখা ও জোরদারকরণ; ভবিষ্যতে ই-রেজিষ্টেশন এর মাধ্যমে রিয়াল টাইম তথ্য সংগ্রহের ব্যবস্থা করা।
২ মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে চৌহালী উপজেলায় প্রতিমাসে ১৬ টি স্যাটেলাইট ক্লিনিক আয়োজন করা হচ্ছে। ১টি সদর এবং ৬টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র তম্মধ্যে ১টি ২৪/৭ ঘন্টা ডেলিভারীসহ পরিবার পরিকল্পনা, মা ও শিশু এবং প্রজনন স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও সেবা প্রাপ্তি নিশ্চিত করা;
৩ উপজেলার প্রত্যন্ত, দূর্গম এলাকায় আমাদের কর্মী ও অসরকারী সংস্থার সাহায্যে পরিবার পরিকল্পনা সেবা প্রদান নিশ্চিত করা;
৪ কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সকল সেবা কেন্দ্রকে পর্যায়ক্রমে কৈশোরবান্ধব করা;
৫ নববিবাহিত ও এক সন্তানের দম্পতিদের জন্য পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, পুষ্টি, প্রজনন স্বাস্থ্য ও জন্মবিরতিকরণ বিষয়ে উপজেলা পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা আয়োজন করা ;
৬ পরিবার পরিকল্পনা, মা ও শিশু এবং প্রজনন স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও উদ্বুদ্ধকরণে মা সমাবেশ এর আয়োজন করা।
৭ পরিবার পরিকল্পনা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে একটি কার্যকরী মনিটরিং ও সুপারভিশন ব্যবস্থা গড়ে তোলা হবে।

২০২৪-২৫ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ:
  • • টিএফআর ২.০ এ নামিয়ে আনা।
  • • পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার ৬৪% থেকে ৭৫% এ উন্নীত করা।
  • • অপূর্ণ চাহিদার হার ১০% হতে ০৯% এ কমিয়ে আনা।
  • • ড্রপ আউট রেট ৩৫.৬% হতে ২০% এ কমে কমিয়ে আনা।
  • • দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতি গ্রহীতার হার ১১.৫% থেকে ১২% এ উন্নীত করা।
  • • ৫ বছরের নীচে শিশুমৃত্যু হার (প্রতি হাজারে) ৩১ জন হতে ২৮ জনে হ্রাস করা।
  • • মাতৃমৃত্যু (প্রতি লক্ষে) ১৬৩ জন হতে ১০০ (প্রতি লক্ষে) জনের নিচে হ্রাস করা।

সেকশন-১: রূপকল্প (Vision), অভিলক্ষ্য (Mission), কর্মসম্পাদনের ক্ষেত্র এবং কার্যাবলি ২০২৪-২৫

১.১ রূপকল্প (Vision)

"সবার জন্য মানসম্মত স্বাস্থ্য শিক্ষা এবং সাশ্রয়ী পরিবার পরিকল্পনা সেবা"
১.২ অভিলক্ষ্য (Mission)

"স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাতের উন্নয়নের মাধ্যমে মানসম্মত স্বাস্থ্য শিক্ষা এবং সবার জন্য সাশ্রয়ী ও গুণগত পরিবার পরিকল্পনা সেবা"
১.৩ কর্মসম্পাদনের ক্ষেত্র

ক্রমিক নং কর্মসম্পাদনের ক্ষেত্র সম্পাদনা / মুছে দিন
(1) পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার (CPR) বৃদ্ধির জন্য কার্যক্রম পরিচালনা
মা, নবজাতক শিশু, কিশোর-কিশোরীদের মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদান
পরিকল্পিত পরিবার গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ
জন্ম নিয়ন্ত্রণ ও প্রজনন স্বাস্থ্য সামগ্রী নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ এবং তথ্য ব্যবস্থাপনা উন্নয়ন
এম.১ সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের বাস্তবায়ন জোরদারকরণ

১.৪ কার্যাবলি (Functions)

ক্রমিক নং কার্যাবলি ক্রম সম্পাদনা / মুছে দিন
1. পরিবার পরিকল্পনাসহ প্রজনন স্বাস্থ্যসেবা সহজলভ্য করে সক্ষম দম্পতিদের কাছে পদ্ধতির প্রাপ্যতা নিশ্চিত করা;

2. সকল সক্ষম দম্পতি বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বাড়ি বাড়ি সেবা ব্যবস্থা অব্যাহত রাখা এবং মাঠ পর্যায় হতে রেফারেল ব্যবস্থা নিশ্চিত করা। এছাড়া ই-প্রজনন সেবা প্রচলন করা;

3. মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সদর ক্লিনিক, এমসিএইচ-এফপি ইউনিট, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এর মাধ্যমে ডেলিভারীসহ পরিবার পরিকল্পনা, মা ও শিশু এবং প্রজনন স্বাস্থ্য সেবার প্রাপ্তি নিশ্চিত করা;

4. নব-দম্পতি, কিশোর-কিশোরী ও এক বা দুই সন্তানের দম্পতিদের অগ্রাধিকার ভিত্তিতে পরিবার পরিকল্পনা সেবার আওতায় নিয়ে আসা;

২৪/৭ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দিবা-রাত্রি সেবা নিশ্চিত করা;

6. ২৪/৭ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দিবা-রাত্রি সেবা নিশ্চিত করা;

7. সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় ১ টি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে সেবা প্রদান অব্যাহত রাখা এবং পর্যায়ক্রমে আরো কেন্দ্রকে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রুপে উন্নিত করা।

মন্ত্রিপরিষদ বিভাগ,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

Designed & Developed By


সেকশন-২: বিভিন্ন কার্যক্রমের ফলাফল/প্রভাব (Outcome/Impact) ২০২৪-২৫

ক্রমিক নং ফলাফল/প্রভাব (Outcome/Impact) সম্পাদনা / মুছে দিন কর্মসম্পাদন সূচকসমূহ (Performance Indicators) একক (Unit) প্রকৃত অর্জন (২০২২-২৩) প্রকৃত অর্জন* (২০২৩-২৪) ২০২৪-২৫ লক্ষ্যমাত্রা প্রক্ষেপণ (Projection) নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে যৌথভাবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়/বিভাগ/ সংস্হাসমূহের নাম উপাত্তসূত্র [source(s) of data] সম্পাদনা / মুছে দিন
(২০২৫-২০২৬) (২০২৬-২০২৭)
পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার বৃদ্ধি
পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারী হার শতক ৬১.৯ ৬৪.০ ৬৪.৫ ৬৫.০ ৬৫.৫ স্বাস্থ্য অধিদপ্তর এবং স্থানীয় সরকার বিভাগ বিডিএইচএস-২০২২
মোট প্রজনন হার (টিএফআর)
মোট প্রজনন হার (টিএফআর) প্রতি মহিলা ২.৩ ২.৩ ২.০ ১.৯৫১ ১.৯০ স্বাস্থ্য অধিদপ্তর এবং স্থানীয় সরকার বিভাগ বিডিএইচএস-২০২২
অপূর্ণ চাহিদার হার
অপূর্ণ চাহিদার হার শতক ১২ ১০ ৮.৫ ৮.০ স্বাস্থ্য অধিদপ্তর এবং স্থানীয় সরকার বিভাগ বিডিএইচএস-২০২২
নবজাতক মৃত্যু হার হ্রাস
নবজাতক মৃত্যু হার হ্রাস হাজার ২৮ ২০ ১৮ ১৫ ১২ স্বাস্থ্য অধিদপ্তর এবং স্থানীয় সরকার বিভাগ বিডিএইচএস-২০২২
৫ বছরের কম বয়সী শিশু মৃত্যু হার হ্রাস
৫ বছরের কম বয়সী শিশু মৃত্যু হার হ্রাস হাজার ৪৩ ৩১ ২৮ ২৬ ২৫ স্বাস্থ্য অধিদপ্তর এবং স্থানীয় সরকার বিভাগ বিডিএইচএস-২০২২
মাতৃমৃত্যু হার হ্রাস
মাতৃমৃত্যু হার হ্রাস প্রতি লক্ষে ১৬৩ ১৫৬ ১১০ ১০৫ ১০০ স্বাস্থ্য অধিদপ্তর এবং স্থানীয় সরকার বিভাগ বিডিএইচএস-২০২২



সেকশন-৩: বাৎসরিক কর্মসম্পাদনের ক্ষেত্র: ২০২৪-২৫

ক্রমিক নং কর্মসম্পাদনের ক্ষেত্র কর্মসম্পাদনের ক্ষেত্রের মান
(1) পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার (CPR) বৃদ্ধির জন্য কার্যক্রম পরিচালনা
মা, নবজাতক শিশু, কিশোর-কিশোরীদের মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদান
পরিকল্পিত পরিবার গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ
জন্ম নিয়ন্ত্রণ ও প্রজনন স্বাস্থ্য সামগ্রী নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ এবং তথ্য ব্যবস্থাপনা উন্নয়ন
এম.১ সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের বাস্তবায়ন জোরদারকরণ ৩০
সম্পূর্ণ মান ১০০


সেকশন-৩: বাৎসরিক কার্যক্রমের তালিকা: ২০২৪-২৫

ক্রমিক নং কর্মসম্পাদনের ক্ষেত্র (Area of Performance) কর্মসম্পাদনের ক্ষেত্রের মান (Weight of Area of Performance) ক্রম কার্যক্রম (Activities) অ্যাকশন
(1) পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার (CPR) বৃদ্ধির জন্য কার্যক্রম পরিচালনা ২৫
[১.১] পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহার নিশ্চিতকরণ
মা, নবজাতক শিশু, কিশোর-কিশোরীদের মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদান ২৫
[২.১] মা, শিশু, প্রজনন ও বয়োসন্ধিকালীন স্বাস্থ্য সেবা
পরিকল্পিত পরিবার গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ ১০
[৩.১] স্কুলপর্যায়ে কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য, বিষয়ক সচেতনতামূলক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম আয়োজন
জন্ম নিয়ন্ত্রণ ও প্রজনন স্বাস্থ্য সামগ্রী নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ এবং তথ্য ব্যবস্থাপনা উন্নয়ন ১০
[৪.১] পরিবার পরিকল্পনা কর্মসূচিতে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর মজুদ যাচাই
এম.১ সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের বাস্তবায়ন জোরদারকরণ ৩০
[এম.১.১] শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়ন

[এম.১.২] ই-গভর্ন্যান্স/ উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন

[এম.১.৩] অভিযোগ প্রতিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন

[এম.১.৪] সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়ন

[এম.১.৫] তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন



সেকশন-৩: কর্মসম্পাদনের ক্ষেত্রের তালিকা : ২০২৪-২৫

ক্রমিক নং কর্মসম্পাদনের ক্ষেত্র কর্মসম্পাদনের ক্ষেত্রের মান কার্যক্রম (Activities) কর্মসম্পাদন সূচক (Performance Indicators) একক (Unit) কর্মসম্পাদন সূচকের মান (Weight of Performance Indicators)
[১] (1) পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার (CPR) বৃদ্ধির জন্য কার্যক্রম পরিচালনা ২৫ [১.১] পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহার নিশ্চিতকরণ [১.১.১] ভ্যাসেকটমী সেবাগ্রহণকারী সক্ষম দম্পতি সংখ্যা
[১.১.২] টিঁউবেকটমী সেবাগ্রহণকারী সক্ষম দম্পতি সংখ্যা
[১.১.৩] আইইউডি সেবাগ্রহণকারী সক্ষম দম্পতি সংখ্যা
[১.১.৪] ইমপ্লানন সেবাগ্রহণকারী সক্ষম দম্পতি সংখ্যা
[১.১.৫] ইনজেকশন সেবা গ্রহণকারী সক্ষম দম্পতি সংখ্যা
[১.১.৬] কনডম সেবা গ্রহণকারী সক্ষম দম্পতি সংখ্যা
[১.১.৭] খাবারবড়ি সেবা গ্রহণকারী সক্ষম দম্পতি সংখ্যা
[১.১.৮] আয়োজিত স্যাটেলাইট ক্লিনিকের সংখ্যা সংখ্যা
[২] মা, নবজাতক শিশু, কিশোর-কিশোরীদের মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদান ২৫ [২.১] মা, শিশু, প্রজনন ও বয়োসন্ধিকালীন স্বাস্থ্য সেবা [২.১.১] প্রশিক্ষণপ্রাপ্তকর্মী দ্বারা গর্ভকালীন সেবার সংখ্যা সংখ্যা
[২.১.২] প্রাতিষ্ঠানিক ডেলিভারীর সংখ্যা (এমসিডব্লিউসি এবং ইউএন্ডএফডাবিস্নউসি) সংখ্যা
[২.১.৩] বাড়িতে প্রসব পরবর্তী রক্তক্ষরণ প্রতিরোধে ট্যাব. মিসোপ্রোষ্টল বড়ি গ্রহনকারী মায়ের সংখ্যা সংখ্যা
[২.১.৪] জন্মের ২৪ ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো নবজাতকের সংখ্যা সংখ্যা
[২.১.৫] ক্লোরোহেক্সাডিন ৭.১% ব্যবহারকারী নবজাতকের সংখ্যা সংখ্যা
[২.১.৬] রক্ত স্বল্পতা প্রতিরোধে আয়রন-ফলিক এসিড গ্রহনকারী কিশোরীর সংখ্যা সংখ্যা
[২.১.৭] কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা গ্রহণকারীর সংখ্যা সংখ্যা
[২.১.৮] ব্রেষ্টফিডিং কর্ণার চালু করা সংখ্যা
[৩] পরিকল্পিত পরিবার গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ ১০ [৩.১] স্কুলপর্যায়ে কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য, বিষয়ক সচেতনতামূলক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম আয়োজন [৩.১.১] আয়োজিত স্কুলস্বাস্থ্য শিক্ষা এর সংখ্যা সংখ্যা
[৩.১.২] এভি ভ্যানের মাধ্যমে সচেতনতামূলক প্রচারের সংখ্যা সংখ্যা
[৩.১.৩] উপজেলা পর্যায়ে পুষ্টি, প্রজনন স্বাস্থ্য, কৈশোরকালীন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৮ম-১০ম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের নিয়ে অবহিতকরণ কর্মশালা সংখ্যা
[৪] জন্ম নিয়ন্ত্রণ ও প্রজনন স্বাস্থ্য সামগ্রী নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ এবং তথ্য ব্যবস্থাপনা উন্নয়ন ১০ [৪.১] পরিবার পরিকল্পনা কর্মসূচিতে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর মজুদ যাচাই [৪.১.১] উপজেলাপর্যায়ে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর মজুদ বাসত্মব যাচাই সংখ্যা
[৪.১.২] অব্যবহারযোগ্য সামগ্রী নীতিমালা মোতাবেক নির্দিষ্ট সময়ে বিনষ্টকরণ সংখ্যা
[৪.১.৩] উপজেলা পন্যাগার পরিদর্শন সংখ্যা
[৪.১.৪] প্রতি মাসে SCMPBD-LMIS প্রতিবেদন দেখা ও ব্যবস্থা গ্রহণ সংখ্যা
এম.১ [এম.১] সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের বাস্তবায়ন জোরদারকরণ ৩০ [এম.১.১] শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়ন [এম.১.১.১] শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়িত প্রাপ্ত নম্বর ১০
[এম.১.২] ই-গভর্ন্যান্স/ উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন [এম.১.২.১] ই-গভর্ন্যান্স/ উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়িত প্রাপ্ত নম্বর ১০
[এম.১.৩] অভিযোগ প্রতিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন [এম.১.৩.১] অভিযোগ প্রতিকার কর্মপরিকল্পনা বাস্তবায়িত প্রাপ্ত নম্বর
[এম.১.৪] সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়ন [এম.১.৪.১] সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়িত প্রাপ্ত নম্বর
[এম.১.৫] তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন [এম.১.৫.১] তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়িত প্রাপ্ত নম্বর


সেকশন-৩: পূর্ণাঙ্গ চিত্র : ২০২৪-২৫


পরিমাপের মান
ক্রমিক নং কর্মসম্পাদনের ক্ষেত্র কর্মসম্পাদনের ক্ষেত্রের মান কার্যক্রম কর্মসম্পাদন সূচক একক (Unit) কর্মসম্পাদন সূচকের মান (Weight of Performance Indicators) অসাধারণ
১০০%
অতি উত্তম
৯০%
উত্তম
৮০%
চলতি মান
৭০%
চলতি মানের নিম্নে
৬০%
মন্ত্রিপরিষদ বিভাগের মন্তব্য
(1) পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার (CPR) বৃদ্ধির জন্য কার্যক্রম পরিচালনা ২৫ [১.১] পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহার নিশ্চিতকরণ [১.১.১] ভ্যাসেকটমী সেবাগ্রহণকারী সক্ষম দম্পতি সংখ্যা ১৫ ১৪ ১২
[১.১.২] টিঁউবেকটমী সেবাগ্রহণকারী সক্ষম দম্পতি সংখ্যা ২৯৫ ২৫৮ ২৩২
[১.১.৩] আইইউডি সেবাগ্রহণকারী সক্ষম দম্পতি সংখ্যা ১৩৫ ১২২ ১০৮
[১.১.৪] ইমপ্লানন সেবাগ্রহণকারী সক্ষম দম্পতি সংখ্যা ৩৫৫ ৩১৬ ২৮৪
[১.১.৫] ইনজেকশন সেবা গ্রহণকারী সক্ষম দম্পতি সংখ্যা ৮০৬ ৭২৫ ৬৪৫
[১.১.৬] কনডম সেবা গ্রহণকারী সক্ষম দম্পতি সংখ্যা ৬৫৬ ৫৯০ ৫২৪
[১.১.৭] খাবারবড়ি সেবা গ্রহণকারী সক্ষম দম্পতি সংখ্যা ১২৬৯ ১১৪২ ১০১৫
[১.১.৮] আয়োজিত স্যাটেলাইট ক্লিনিকের সংখ্যা সংখ্যা ১৯২ ১৭৩ ১৫৮
মা, নবজাতক শিশু, কিশোর-কিশোরীদের মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদান ২৫ [২.১] মা, শিশু, প্রজনন ও বয়োসন্ধিকালীন স্বাস্থ্য সেবা [২.১.১] প্রশিক্ষণপ্রাপ্তকর্মী দ্বারা গর্ভকালীন সেবার সংখ্যা সংখ্যা ২১৮৭ ১৯৬৮ ১৭৫০
[২.১.২] প্রাতিষ্ঠানিক ডেলিভারীর সংখ্যা (এমসিডব্লিউসি এবং ইউএন্ডএফডাবিস্নউসি) সংখ্যা ১৩৪ ১২১ ১০৭
[২.১.৩] বাড়িতে প্রসব পরবর্তী রক্তক্ষরণ প্রতিরোধে ট্যাব. মিসোপ্রোষ্টল বড়ি গ্রহনকারী মায়ের সংখ্যা সংখ্যা ৪২৯ ৩৮৬ ৩৪৩
[২.১.৪] জন্মের ২৪ ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো নবজাতকের সংখ্যা সংখ্যা ৫৪৮ ৪৯৩ ৪৩৮
[২.১.৫] ক্লোরোহেক্সাডিন ৭.১% ব্যবহারকারী নবজাতকের সংখ্যা সংখ্যা ৫৮০ ৫২২ ৪৬০
[২.১.৬] রক্ত স্বল্পতা প্রতিরোধে আয়রন-ফলিক এসিড গ্রহনকারী কিশোরীর সংখ্যা সংখ্যা ১৪৮৮ ১৩৩৯ ১১৯০
[২.১.৭] কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা গ্রহণকারীর সংখ্যা সংখ্যা ৩৬৫০ ৩২৮৫ ২৯২০
[২.১.৮] ব্রেষ্টফিডিং কর্ণার চালু করা সংখ্যা
পরিকল্পিত পরিবার গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ ১০ [৩.১] স্কুলপর্যায়ে কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য, বিষয়ক সচেতনতামূলক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম আয়োজন [৩.১.১] আয়োজিত স্কুলস্বাস্থ্য শিক্ষা এর সংখ্যা সংখ্যা ২৬০ ২৩৪ ২০৮
[৩.১.২] এভি ভ্যানের মাধ্যমে সচেতনতামূলক প্রচারের সংখ্যা সংখ্যা ২৪ ২৪ ১৯
[৩.১.৩] উপজেলা পর্যায়ে পুষ্টি, প্রজনন স্বাস্থ্য, কৈশোরকালীন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৮ম-১০ম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের নিয়ে অবহিতকরণ কর্মশালা সংখ্যা
জন্ম নিয়ন্ত্রণ ও প্রজনন স্বাস্থ্য সামগ্রী নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ এবং তথ্য ব্যবস্থাপনা উন্নয়ন ১০ [৪.১] পরিবার পরিকল্পনা কর্মসূচিতে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর মজুদ যাচাই [৪.১.১] উপজেলাপর্যায়ে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর মজুদ বাসত্মব যাচাই সংখ্যা ০১ ০১ ০০ ০০ ০০
[৪.১.২] অব্যবহারযোগ্য সামগ্রী নীতিমালা মোতাবেক নির্দিষ্ট সময়ে বিনষ্টকরণ সংখ্যা ০১ ০১ ০০ ০০ ০০
[৪.১.৩] উপজেলা পন্যাগার পরিদর্শন সংখ্যা ১২ ১১ ১০ ০০ ০০
[৪.১.৪] প্রতি মাসে SCMPBD-LMIS প্রতিবেদন দেখা ও ব্যবস্থা গ্রহণ সংখ্যা ১২ ১১ ১০ ০০ ০০
এম.১ [এম.১] সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের বাস্তবায়ন জোরদারকরণ ৩০ [এম.১.১] শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়ন [এম.১.১.১] শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়িত প্রাপ্ত নম্বর ১০




 
[এম.১.২] ই-গভর্ন্যান্স/ উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন [এম.১.২.১] ই-গভর্ন্যান্স/ উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়িত প্রাপ্ত নম্বর ১০




 
[এম.১.৩] অভিযোগ প্রতিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন [এম.১.৩.১] অভিযোগ প্রতিকার কর্মপরিকল্পনা বাস্তবায়িত প্রাপ্ত নম্বর




 
[এম.১.৪] সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়ন [এম.১.৪.১] সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়িত প্রাপ্ত নম্বর




 
[এম.১.৫] তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন [এম.১.৫.১] তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়িত প্রাপ্ত নম্বর




 


সংযোজনী ১: শব্দসংক্ষেপ (Acronyms): ২০২৪-২৫


ক্রমিক নম্বর শব্দসংক্ষেপ (acronym) বিবরণ সম্পাদনা / মুছে দিন
৭.১% ক্লোরোহেক্সিডিন বড়িতে ও হাসপাতালে প্রসবকৃত মায়ের জীবিত জন্মগ্রহণকারী নবজাতকের নাভিতে সংক্রমণ প্রতিরোধে ৭.১% ক্লোরোহেক্সিডিন ব্যবহারক করা হয়।
আইইউডি এটি মহিলাদের জন্এয কটি দীর্ঘমেয়াদী পদ্ধতি (কমপক্ষে একটি জীবিত সন্তান থাকতে হবে এবং ১০ বছর পর্যন্ত কার্যকর)
ইউএইচএন্ডএফডব্লিউসি ইউএইচএন্ডএফডব্লিউসি-ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
ইনজেকশন মহিলাদের এটি একটি স্বল্পমেয়াদী অস্থায়ী পদ্ধতি। এটি ডিপো প্রভেরা (স্বস্তি) নামে পরিচিত। কমপক্ষে একটি জীবিত সন্তান থাকতে হবে এবং ইনজেকশন ৩ মাস কার্যকর
ইমপ্লান্ট মহিলাদের জন্য একটি দীর্ঘমেয়াদী পদ্ধতি (নবদম্পতি যাদের কোন সন্তান নেই তারাও গ্রহন করতে পারেন এবং ৩/৫ বছর পর্যন্ত কার্যকর)। ০১ রড বিশিষ্ট ইমপ্লান্ট-ইমপ্লানন ০৩ বছর কার্যকর এবং ০২ রড বিশিষ্ট ইমপ্লান্ট -জ্যাডেল ০৫ বছর কার্যকর
এভি ভ্যান অডিও-ভিজ্যুয়াল (এভি) ভ্যান
এমসিডব্লিউসি এমসিডব্লিউসি- মা ও শিশু কল্যাণ কেন্দ্র
কনডম এটি পুরুষদের জন্য একটি স্বল্পমেয়াদী অস্থায়ী পদ্ধতি। এটি নিরাপদ নামে পরিচিত। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের উপযোগী দম্পতি (স্ত্রীর বয়স ১৫-৪৯ বছর) মধ্যে পুরুষগণ এটি ব্যবহার করে থাকেন।
খাবার বড়ি এটি মহিলাদের জন্য একটি স্বল্পমেয়াদী অস্থায়ী পদ্ধতি। এটি সুখী (২য় ও ৩য় প্রজন্ম) এবং আপন নামে পরিচিত। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহনের উপযোগী দম্পতি (স্ত্রীর বয়স ১৫-৪৯ বছর) মধ্যে স্ত্রীগণ এটি ব্যবহার করে থাকেন।
১০ টিউবেকটমি মহিলাদের জন্য একটি স্থায়ী পদ্ধতি (কমপক্ষে দুইটি জীবিত সন্তান থাকতে হবে)



সংযোজনী ১: শব্দসংক্ষেপ (Acronyms): ২০২৪-২৫


ক্রমিক নম্বর শব্দসংক্ষেপ (acronym) বিবরণ সম্পাদনা / মুছে দিন
ট্যাব. মিসোপ্রোষ্টল প্রসবকৃত মায়েদের প্রসব পরবর্তী রক্তক্ষরণ প্রতিরোধে ট্যাব. মিসোপ্রোষ্টল বড়ি প্রদান করা হয়। প্রসবের পর পেটে আর বাচ্চা নেই এই মর্মে নিশ্চিত হয়ে ট্যাব. মিসোপ্রোষ্টল ২০০ মাইক্রোগ্রাম মুখে খাওয়ানো হয়ে থাকে।
ব্রেষ্টফিডিং কর্ণার দুগ্ধদানকারী মায়েদের গোপনীতায় তথা প্রাইভেসী রক্ষার জন্য তৈরী কক্ষ যা ব্রেষ্টফিডিং কর্ণার।
ভ্যাসেকটমি পুরুষদের জন্য একটি স্থায়ী পদ্ধতি (কমপক্ষে দুইটি জীবিত সন্তান থাকতে হবে)
স্যাটেলাইট ক্লিনিক প্রতিটি ইউনিয়নে পরিবার কল্যাণ পরিদর্শিকা কর্তৃক স্যাটেলাইট ক্লিনিক আয়োজনের মাধ্যমে সেবা প্রদান ও উদ্বুদ্ধকরণ করা হয়। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কর্মরত থাকলে মাসে ৮ টি এবং না থাকলে ৪ টি স্যাটেলাইট অনুষ্ঠিত হয়।
স্যাটেলাইট ক্লিনিক প্রতিটি ইউনিয়নে পরিবার কল্যাণ পরিদর্শিকা কর্তৃক স্যাটেলাইট ক্লিনিক আয়োজনের মাধ্যমে সেবা প্রদান ও উদ্বুদ্ধকরণ করা হয়। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কর্মরত থাকলে মাসে ৮ টি এবং না থাকলে ৪ টি স্যাটেলাইট অনুষ্ঠিত হয়।



সংযোজনী- ২: কর্মসম্পাদন ব্যবস্থাপনা ও প্রমাণক ২০২৪-২৫

কার্যক্রম কর্মসম্পাদন সূচকসমূহ বাস্তবায়নকারী অনুবিভাগ, অধিশাখা, শাখা লক্ষ্যমাত্রা অর্জনের প্রমাণক সম্পাদনা / মুছে দিন
[১.১] পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহার নিশ্চিতকরণ [১.১.৮] ভ্যাসেকটমী সেবাগ্রহণকারী সক্ষম দম্পতি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সদর ক্লিনিক, এমসিএইচ-এফপি ইউনিট, স্যাটেলাইট ক্লিনিক অসরকারী সংস্থা। এমআইএস প্রতিবেদন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
[১.১.৩] টিঁউবেকটমী সেবাগ্রহণকারী সক্ষম দম্পতি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সদর ক্লিনিক, এমসিএইচ-এফপি ইউনিট, স্যাটেলাইট ক্লিনিক অসরকারী সংস্থা। । এমআইএস প্রতিবেদন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
[১.১.৪] আইইউডি সেবাগ্রহণকারী সক্ষম দম্পতি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সদর ক্লিনিক, এমসিএইচ-এফপি ইউনিট, স্যাটেলাইট ক্লিনিক অসরকারী সংস্থা। এমআইএস প্রতিবেদন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
[১.১.৫] ইমপ্লানন সেবাগ্রহণকারী সক্ষম দম্পতি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সদর ক্লিনিক, এমসিএইচ-এফপি ইউনিট, স্যাটেলাইট ক্লিনিক অসরকারী সংস্থা। এমআইএস প্রতিবেদন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
[১.১.৬] ইনজেকশন সেবা গ্রহণকারী সক্ষম দম্পতি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সদর ক্লিনিক, এমসিএইচ-এফপি ইউনিট, স্যাটেলাইট ক্লিনিক অসরকারী সংস্থা। এমআইএস প্রতিবেদন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
[১.১.৭] কনডম সেবা গ্রহণকারী সক্ষম দম্পতি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সদর ক্লিনিক, এমসিএইচ-এফপি ইউনিট, স্যাটেলাইট ক্লিনিক অসরকারী সংস্থা। এমআইএস প্রতিবেদন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
[১.১.২] খাবারবড়ি সেবা গ্রহণকারী সক্ষম দম্পতি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সদর ক্লিনিক, এমসিএইচ-এফপি ইউনিট, স্যাটেলাইট ক্লিনিক অসরকারী সংস্থা। এমআইএস প্রতিবেদন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
[১.১.১] আয়োজিত স্যাটেলাইট ক্লিনিকের সংখ্যা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এমআইএস প্রতিবেদন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
[২.১] মা, শিশু, প্রজনন ও বয়োসন্ধিকালীন স্বাস্থ্য সেবা [২.১.১] প্রশিক্ষণপ্রাপ্তকর্মী দ্বারা গর্ভকালীন সেবার সংখ্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সদর ক্লিনিক, এমসিএইচ-এফপি ইউনিট, স্যাটেলাইট ক্লিনিক অসরকারী সংস্থা। এমআইএস প্রতিবেদন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
[২.১.২] প্রাতিষ্ঠানিক ডেলিভারীর সংখ্যা (এমসিডব্লিউসি এবং ইউএন্ডএফডাবিস্নউসি) মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সদর ক্লিনিক, এমসিএইচ-এফপি ইউনিট, স্যাটেলাইট ক্লিনিক অসরকারী সংস্থা এমআইএস প্রতিবেদন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
[২.১.৪] বাড়িতে প্রসব পরবর্তী রক্তক্ষরণ প্রতিরোধে ট্যাব. মিসোপ্রোষ্টল বড়ি গ্রহনকারী মায়ের সংখ্যা পরিবার কল্যাণ সহকারী, অসরকারী সংস্থা সমূহ এমআইএস প্রতিবেদন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
[২.১.৫] জন্মের ২৪ ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো নবজাতকের সংখ্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সদর ক্লিনিক, এমসিএইচ-এফপি ইউনিট, স্যাটেলাইট ক্লিনিক, অসরকারী সংস্থা এবং বাড়ি। এমআইএস প্রতিবেদন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
[২.১.৬] ক্লোরোহেক্সাডিন ৭.১% ব্যবহারকারী নবজাতকের সংখ্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সদর ক্লিনিক, এমসিএইচ-এফপি ইউনিট, স্যাটেলাইট ক্লিনিক, অসরকারী সংস্থা এবং বাড়ি এমআইএস প্রতিবেদন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
[২.১.৩] রক্ত স্বল্পতা প্রতিরোধে আয়রন-ফলিক এসিড গ্রহনকারী কিশোরীর সংখ্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সদর ক্লিনিক, এমসিএইচ-এফপি ইউনিট, স্যাটেলাইট ক্লিনিক, অসরকারী সংস্থা এমআইএস প্রতিবেদন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
[২.১.৭] কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা গ্রহণকারীর সংখ্যা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ছবি, রিপোর্ট
[২.১.৮] ব্রেষ্টফিডিং কর্ণার চালু করা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ছবি, রিপোর্ট
[৩.১] স্কুলপর্যায়ে কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য, বিষয়ক সচেতনতামূলক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম আয়োজন [৩.১.১] আয়োজিত স্কুলস্বাস্থ্য শিক্ষা এর সংখ্যা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আয়োজিত স্কুলস্বাস্থ্য শিক্ষা প্রতিবেদন
[৩.১.২] এভি ভ্যানের মাধ্যমে সচেতনতামূলক প্রচারের সংখ্যা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এভি ভ্যানের মাসিক প্রতিবেদন
[৩.১.৩] উপজেলা পর্যায়ে পুষ্টি, প্রজনন স্বাস্থ্য, কৈশোরকালীন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৮ম-১০ম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের নিয়ে অবহিতকরণ কর্মশালা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্মসূচির ছবি
[৪.১] পরিবার পরিকল্পনা কর্মসূচিতে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর মজুদ যাচাই [৪.১.১] উপজেলাপর্যায়ে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর মজুদ বাসত্মব যাচাই জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শন চেকলিস্ট
[৪.১.২] অব্যবহারযোগ্য সামগ্রী নীতিমালা মোতাবেক নির্দিষ্ট সময়ে বিনষ্টকরণ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় উপজেলা পর্যায়ে হতে প্রেরিত রেজুলেশন।
[৪.১.৩] উপজেলা পন্যাগার পরিদর্শন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শন চেকলিস্ট
[৪.১.৪] প্রতি মাসে SCMPBD-LMIS প্রতিবেদন দেখা ও ব্যবস্থা গ্রহণ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। মাসিক লজিষ্টিক প্রতিবেদন।

  • সংযোজনী ৩: অন্য অফিসের সাথে সংশ্লিষ্ট কর্মসম্পাদন সূচকসমূহ : ২০২৪-২৫
    সংস্থার ধরণ যেসকল অফিসের সাথে সংশ্লিষ্ট কার্যক্রম কর্মসম্পাদন সূচক সংশ্লিষ্ট অফিসের সাথে কার্যক্রম সমন্বয়ের কৌশল সম্পাদনা / মুছে দিন
    মন্ত্রণালয় / বিভাগ স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় [১.১] পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহার নিশ্চিতকরণ [১.১.৮] ভ্যাসেকটমী সেবাগ্রহণকারী সক্ষম দম্পতি ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সমন্বয় সভা
    মন্ত্রণালয় / বিভাগ স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় [১.১] পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহার নিশ্চিতকরণ [১.১.৩] টিঁউবেকটমী সেবাগ্রহণকারী সক্ষম দম্পতি ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সমন্বয় সভা
    মন্ত্রণালয় / বিভাগ স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় [১.১] পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহার নিশ্চিতকরণ [১.১.৪] আইইউডি সেবাগ্রহণকারী সক্ষম দম্পতি ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সমন্বয় সভা
    মন্ত্রণালয় / বিভাগ স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় [১.১] পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহার নিশ্চিতকরণ [১.১.৫] ইমপ্লানন সেবাগ্রহণকারী সক্ষম দম্পতি ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সমন্বয় সভা
    মন্ত্রণালয় / বিভাগ স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় [১.১] পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহার নিশ্চিতকরণ [১.১.৬] ইনজেকশন সেবা গ্রহণকারী সক্ষম দম্পতি ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সমন্বয় সভা
    মন্ত্রণালয় / বিভাগ স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় [১.১] পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহার নিশ্চিতকরণ [১.১.৭] কনডম সেবা গ্রহণকারী সক্ষম দম্পতি ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সমন্বয় সভা
    মন্ত্রণালয় / বিভাগ স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় [১.১] পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহার নিশ্চিতকরণ [১.১.২] খাবারবড়ি সেবা গ্রহণকারী সক্ষম দম্পতি ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সমন্বয় সভা
    মন্ত্রণালয় / বিভাগ স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় [১.১] পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহার নিশ্চিতকরণ [১.১.১] আয়োজিত স্যাটেলাইট ক্লিনিকের সংখ্যা ব্যক্তিগত যোগাযোগ, অবহিতকরণ এবং সমন্বয় সভা
    মন্ত্রণালয় / বিভাগ স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় [২.১] মা, শিশু, প্রজনন ও বয়োসন্ধিকালীন স্বাস্থ্য সেবা [২.১.১] প্রশিক্ষণপ্রাপ্তকর্মী দ্বারা গর্ভকালীন সেবার সংখ্যা ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সমন্বয় সভা
    মন্ত্রণালয় / বিভাগ স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় [২.১] মা, শিশু, প্রজনন ও বয়োসন্ধিকালীন স্বাস্থ্য সেবা [২.১.২] প্রাতিষ্ঠানিক ডেলিভারীর সংখ্যা (এমসিডব্লিউসি এবং ইউএন্ডএফডাবিস্নউসি) ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সমন্বয় সভা
    মন্ত্রণালয় / বিভাগ স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় [২.১] মা, শিশু, প্রজনন ও বয়োসন্ধিকালীন স্বাস্থ্য সেবা [২.১.৪] বাড়িতে প্রসব পরবর্তী রক্তক্ষরণ প্রতিরোধে ট্যাব. মিসোপ্রোষ্টল বড়ি গ্রহনকারী মায়ের সংখ্যা ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সমন্বয় সভা
    মন্ত্রণালয় / বিভাগ স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় [২.১] মা, শিশু, প্রজনন ও বয়োসন্ধিকালীন স্বাস্থ্য সেবা [২.১.৫] জন্মের ২৪ ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো নবজাতকের সংখ্যা ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সমন্বয় সভা
    মন্ত্রণালয় / বিভাগ স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় [২.১] মা, শিশু, প্রজনন ও বয়োসন্ধিকালীন স্বাস্থ্য সেবা [২.১.৬] ক্লোরোহেক্সাডিন ৭.১% ব্যবহারকারী নবজাতকের সংখ্যা ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সমন্বয় সভা
    মন্ত্রণালয় / বিভাগ স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় [২.১] মা, শিশু, প্রজনন ও বয়োসন্ধিকালীন স্বাস্থ্য সেবা [২.১.৩] রক্ত স্বল্পতা প্রতিরোধে আয়রন-ফলিক এসিড গ্রহনকারী কিশোরীর সংখ্যা ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সমন্বয় সভা
    মন্ত্রণালয় / বিভাগ স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় [২.১] মা, শিশু, প্রজনন ও বয়োসন্ধিকালীন স্বাস্থ্য সেবা [২.১.৭] কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা গ্রহণকারীর সংখ্যা ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সমন্বয় সভা
    মন্ত্রণালয় / বিভাগ স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় [২.১] মা, শিশু, প্রজনন ও বয়োসন্ধিকালীন স্বাস্থ্য সেবা [২.১.৮] ব্রেষ্টফিডিং কর্ণার চালু করা ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সমন্বয় সভা
    মন্ত্রণালয় / বিভাগ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় [৩.১] স্কুলপর্যায়ে কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য, বিষয়ক সচেতনতামূলক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম আয়োজন [৩.১.১] আয়োজিত স্কুলস্বাস্থ্য শিক্ষা এর সংখ্যা ব্যক্তিগত যোগাযোগ, অবহিতকরণ এবং সমন্বয় সভা
    মন্ত্রণালয় / বিভাগ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় [৩.১] স্কুলপর্যায়ে কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য, বিষয়ক সচেতনতামূলক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম আয়োজন [৩.১.২] এভি ভ্যানের মাধ্যমে সচেতনতামূলক প্রচারের সংখ্যা ব্যক্তিগত যোগাযোগ, অবহিতকরণ এবং সমন্বয় সভা
    মন্ত্রণালয় / বিভাগ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় [৩.১] স্কুলপর্যায়ে কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য, বিষয়ক সচেতনতামূলক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম আয়োজন [৩.১.৩] উপজেলা পর্যায়ে পুষ্টি, প্রজনন স্বাস্থ্য, কৈশোরকালীন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৮ম-১০ম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের নিয়ে অবহিতকরণ কর্মশালা ব্যক্তিগত যোগাযোগ, অবহিতকরণ এবং সমন্বয় সভা

      • আপনার অবস্থান
      •  
      • সংযোজনী > Allocation of Business এবং সুশাসনমূলক কার্যক্রমের কর্মপরিকল্পনাসমূহ

    • বর্তমান ধাপ পর্যন্ত সকল তথ্য পূরণ করা হলে এপিএ এন্ট্রি সম্পন্ন হয়েছে। অনুগ্রহপূর্বক ‘এপিএ দাখিল করুন’ মেন্যু থেকে খসড়া/চূড়ান্ত (প্রযোজ্য ক্ষেত্রে) এপিএ দাখিল করুন।

      সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের বাস্তবায়ন জোরদারকরণ সংক্রান্ত কর্মপরিকল্পনাসমূহ মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটের জাতীয় শুদ্ধাচার কৌশল, উদ্ভাবনী কার্যক্রম, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রতিশ্রুতি ও তথ্য অধিকার সেবাবক্সে পাওয়া যাবে। এছাড়া যে সকল অফিস NIS অনলাইন সিস্টেম সফটওয়্যার ‘সুশাসন কার্যক্রম ব্যবস্থাপনা সিস্টেম’-এর মাধ্যমে সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে, তারা উক্ত সফটওয়্যারে লগ-ইন করলে ২০২৪-২৫ অর্থবছরের উক্ত ৫টি কর্মপরিকল্পনা পাওয়া যাবে।