কর্মসম্পাদনের সার্বিক চিত্র
সাম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনাসাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ:
বাংলাদেশ একটি জনবহুল দেশ। স্বাধীনতা উত্তর বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ তথা পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে সুখী ও সমৃদ্ধ জাতি গঠনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফলে জনসংখ্যা বৃদ্ধির হার কমে এখন ১.০১% (বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক-২০২০) দাঁড়িয়েছে। বর্তমানে টিএফআর ২.৩ (বিডিএইচএস-২০২২) এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার ৬৪% (বিডিএইচএস-২০২২)। এছাড়া অপূর্ণ চাহিদার হার ১২.% (বিডিএইচএস-২০১৭-১৮) থেকে কমে ১০% (বিডিএইচএস-২০২২) হয়েছে। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার হ্রাসে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ ঘন্টা গর্ভবর্তী ও প্রসুতি সেবার ব্যবস্থা করা হয়েছে। ফলশ্রতিতে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার হ্রাস পেয়েছে এবং দক্ষ ব্যক্তি দ্বারা হার ডেলিভারীর হার ৫৩.৯% (বিডিএইচএস-২০১৭-১৮) থেকে বৃদ্ধি পেয়ে ৬৯.৮% (বিডিএইচএস-২০২২) উন্নীত হয়েছে। পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্যসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও বাস্তবায়নের জন্য ‘‘বাংলাদেশ জনসংখ্যা নীতি ২০১২’’ প্রণীত হয়েছে। সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলা উপরোক্ত অধিকাংশ সুচকে এগিয়ে রয়েছে।
সমস্যা এবং চ্যালেঞ্জসমূহ:
বাংলাদেশের জনসংখ্যার প্রায় ২৩% কিশোর কিশোরী। এই অল্পবয়সী বিশাল জনগোষ্ঠির একটা বড় অংশ বিবাহিত জীবনে প্রবেশ করে স্বল্প প্রজনন স্বাস্থ্য বিষয়ক ধারণা নিয়ে। এদের সম্পূর্ণভাবে পরিবার পরিকল্পনা সেবার আওতায় আনা এবং শহরাঞ্চলে গড়ে ওঠা বস্তিবাসীদের পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রমের আওতায় আনা দূরূহ হয়ে পড়েছে। এছাড়া রাজশাহী বিভাগ উলেস্নখযোগ্য অগ্রগতি অর্জন করলেও সিলেট ও চট্টগ্রাম বিভাগের সিপিআর বৃদ্ধি করা ও টিএফআর নামিয়ে আনা, স্থায়ী পদ্ধতিতে পুরম্নষের অংশগ্রহণ বৃদ্ধি করা, আনমেট নীড কমিয়ে আনা, পদ্ধতিভিত্তিক ড্রপ আউট কমিয়ে আনা, দুর্গম এলাকায় পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ অন্যতম জাতীয় চ্যালেঞ্জ। বাংলাদেশের সামগ্রিক সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলায় সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার অগ্রগতি ধরে রাখা এবং কোন কোন সুচকের অগ্রগতি বৃদ্ধি করা প্রয়োজন।
ভবিষ্যৎ পরিকল্পনা:
১ বাড়ী বাড়ী পরিদর্শনের মাধ্যমে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া অব্যাহত রাখা ও জোরদারকরণ; ভবিষ্যতে ই-রেজিষ্টেশন এর মাধ্যমে রিয়াল টাইম তথ্য সংগ্রহের ব্যবস্থা করা।
২ মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে চৌহালী উপজেলায় প্রতিমাসে ১৬ টি স্যাটেলাইট ক্লিনিক আয়োজন করা হচ্ছে। ১টি সদর এবং ৬টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র তম্মধ্যে ১টি ২৪/৭ ঘন্টা ডেলিভারীসহ পরিবার পরিকল্পনা, মা ও শিশু এবং প্রজনন স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও সেবা প্রাপ্তি নিশ্চিত করা;
৩ উপজেলার প্রত্যন্ত, দূর্গম এলাকায় আমাদের কর্মী ও অসরকারী সংস্থার সাহায্যে পরিবার পরিকল্পনা সেবা প্রদান নিশ্চিত করা;
৪ কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সকল সেবা কেন্দ্রকে পর্যায়ক্রমে কৈশোরবান্ধব করা;
৫ নববিবাহিত ও এক সন্তানের দম্পতিদের জন্য পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, পুষ্টি, প্রজনন স্বাস্থ্য ও জন্মবিরতিকরণ বিষয়ে উপজেলা পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা আয়োজন করা ;
৬ পরিবার পরিকল্পনা, মা ও শিশু এবং প্রজনন স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও উদ্বুদ্ধকরণে মা সমাবেশ এর আয়োজন করা।
৭ পরিবার পরিকল্পনা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে একটি কার্যকরী মনিটরিং ও সুপারভিশন ব্যবস্থা গড়ে তোলা হবে।
২০২৪-২৫ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ:
- • টিএফআর ২.০ এ নামিয়ে আনা।
- • পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার ৬৪% থেকে ৭৫% এ উন্নীত করা।
- • অপূর্ণ চাহিদার হার ১০% হতে ০৯% এ কমিয়ে আনা।
- • ড্রপ আউট রেট ৩৫.৬% হতে ২০% এ কমে কমিয়ে আনা।
- • দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতি গ্রহীতার হার ১১.৫% থেকে ১২% এ উন্নীত করা।
- • ৫ বছরের নীচে শিশুমৃত্যু হার (প্রতি হাজারে) ৩১ জন হতে ২৮ জনে হ্রাস করা।
- • মাতৃমৃত্যু (প্রতি লক্ষে) ১৬৩ জন হতে ১০০ (প্রতি লক্ষে) জনের নিচে হ্রাস করা।
সেকশন-১: রূপকল্প (Vision), অভিলক্ষ্য (Mission), কর্মসম্পাদনের ক্ষেত্র এবং কার্যাবলি ২০২৪-২৫
"সবার জন্য মানসম্মত স্বাস্থ্য শিক্ষা এবং সাশ্রয়ী পরিবার পরিকল্পনা সেবা"
১.২ অভিলক্ষ্য (Mission)
"স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাতের উন্নয়নের মাধ্যমে মানসম্মত স্বাস্থ্য শিক্ষা এবং সবার জন্য সাশ্রয়ী ও গুণগত পরিবার পরিকল্পনা সেবা"
১.৩ কর্মসম্পাদনের ক্ষেত্র
ক্রমিক নং | কর্মসম্পাদনের ক্ষেত্র | সম্পাদনা / মুছে দিন |
---|---|---|
১ | (1) পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার (CPR) বৃদ্ধির জন্য কার্যক্রম পরিচালনা |
|
২ | মা, নবজাতক শিশু, কিশোর-কিশোরীদের মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদান |
|
৩ | পরিকল্পিত পরিবার গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ |
|
৪ | জন্ম নিয়ন্ত্রণ ও প্রজনন স্বাস্থ্য সামগ্রী নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ এবং তথ্য ব্যবস্থাপনা উন্নয়ন |
|
এম.১ | সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের বাস্তবায়ন জোরদারকরণ |
|
১.৪ কার্যাবলি (Functions)
ক্রমিক নং | কার্যাবলি | ক্রম | সম্পাদনা / মুছে দিন |
---|---|---|---|
১ | 1. পরিবার পরিকল্পনাসহ প্রজনন স্বাস্থ্যসেবা সহজলভ্য করে সক্ষম দম্পতিদের কাছে পদ্ধতির প্রাপ্যতা নিশ্চিত করা; |
|
|
২ | 2. সকল সক্ষম দম্পতি বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বাড়ি বাড়ি সেবা ব্যবস্থা অব্যাহত রাখা এবং মাঠ পর্যায় হতে রেফারেল ব্যবস্থা নিশ্চিত করা। এছাড়া ই-প্রজনন সেবা প্রচলন করা; |
|
|
৩ | 3. মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সদর ক্লিনিক, এমসিএইচ-এফপি ইউনিট, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এর মাধ্যমে ডেলিভারীসহ পরিবার পরিকল্পনা, মা ও শিশু এবং প্রজনন স্বাস্থ্য সেবার প্রাপ্তি নিশ্চিত করা; |
|
|
৪ | 4. নব-দম্পতি, কিশোর-কিশোরী ও এক বা দুই সন্তানের দম্পতিদের অগ্রাধিকার ভিত্তিতে পরিবার পরিকল্পনা সেবার আওতায় নিয়ে আসা; |
|
|
৫ | ২৪/৭ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দিবা-রাত্রি সেবা নিশ্চিত করা; |
|
|
৬ | 6. ২৪/৭ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দিবা-রাত্রি সেবা নিশ্চিত করা; |
|
|
৭ | 7. সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় ১ টি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে সেবা প্রদান অব্যাহত রাখা এবং পর্যায়ক্রমে আরো কেন্দ্রকে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রুপে উন্নিত করা। |
|
|
মন্ত্রিপরিষদ বিভাগ,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Designed & Developed By
সেকশন-২: বিভিন্ন কার্যক্রমের ফলাফল/প্রভাব (Outcome/Impact) ২০২৪-২৫
ক্রমিক নং | ফলাফল/প্রভাব (Outcome/Impact) | সম্পাদনা / মুছে দিন | কর্মসম্পাদন সূচকসমূহ (Performance Indicators) | একক (Unit) | প্রকৃত অর্জন (২০২২-২৩) | প্রকৃত অর্জন* (২০২৩-২৪) | ২০২৪-২৫ লক্ষ্যমাত্রা | প্রক্ষেপণ (Projection) | নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে যৌথভাবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়/বিভাগ/ সংস্হাসমূহের নাম | উপাত্তসূত্র [source(s) of data] | সম্পাদনা / মুছে দিন | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
(২০২৫-২০২৬) | (২০২৬-২০২৭) | |||||||||||
১ | পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার বৃদ্ধি |
|
পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারী হার | শতক | ৬১.৯ | ৬৪.০ | ৬৪.৫ | ৬৫.০ | ৬৫.৫ | স্বাস্থ্য অধিদপ্তর এবং স্থানীয় সরকার বিভাগ | বিডিএইচএস-২০২২ |
|
২ | মোট প্রজনন হার (টিএফআর) |
|
মোট প্রজনন হার (টিএফআর) | প্রতি মহিলা | ২.৩ | ২.৩ | ২.০ | ১.৯৫১ | ১.৯০ | স্বাস্থ্য অধিদপ্তর এবং স্থানীয় সরকার বিভাগ | বিডিএইচএস-২০২২ |
|
৩ | অপূর্ণ চাহিদার হার |
|
অপূর্ণ চাহিদার হার | শতক | ১২ | ১০ | ৯ | ৮.৫ | ৮.০ | স্বাস্থ্য অধিদপ্তর এবং স্থানীয় সরকার বিভাগ | বিডিএইচএস-২০২২ |
|
৪ | নবজাতক মৃত্যু হার হ্রাস |
|
নবজাতক মৃত্যু হার হ্রাস | হাজার | ২৮ | ২০ | ১৮ | ১৫ | ১২ | স্বাস্থ্য অধিদপ্তর এবং স্থানীয় সরকার বিভাগ | বিডিএইচএস-২০২২ |
|
৫ | ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যু হার হ্রাস |
|
৫ বছরের কম বয়সী শিশু মৃত্যু হার হ্রাস | হাজার | ৪৩ | ৩১ | ২৮ | ২৬ | ২৫ | স্বাস্থ্য অধিদপ্তর এবং স্থানীয় সরকার বিভাগ | বিডিএইচএস-২০২২ |
|
৬ | মাতৃমৃত্যু হার হ্রাস |
|
মাতৃমৃত্যু হার হ্রাস | প্রতি লক্ষে | ১৬৩ | ১৫৬ | ১১০ | ১০৫ | ১০০ | স্বাস্থ্য অধিদপ্তর এবং স্থানীয় সরকার বিভাগ | বিডিএইচএস-২০২২ |
|
সেকশন-৩: বাৎসরিক কর্মসম্পাদনের ক্ষেত্র: ২০২৪-২৫
ক্রমিক নং | কর্মসম্পাদনের ক্ষেত্র | কর্মসম্পাদনের ক্ষেত্রের মান |
---|---|---|
১ | (1) পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার (CPR) বৃদ্ধির জন্য কার্যক্রম পরিচালনা | |
২ | মা, নবজাতক শিশু, কিশোর-কিশোরীদের মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদান | |
৩ | পরিকল্পিত পরিবার গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ | |
৪ | জন্ম নিয়ন্ত্রণ ও প্রজনন স্বাস্থ্য সামগ্রী নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ এবং তথ্য ব্যবস্থাপনা উন্নয়ন | |
এম.১ | সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের বাস্তবায়ন জোরদারকরণ | ৩০ |
সম্পূর্ণ মান | ১০০ |
সেকশন-৩: বাৎসরিক কার্যক্রমের তালিকা: ২০২৪-২৫
ক্রমিক নং | কর্মসম্পাদনের ক্ষেত্র (Area of Performance) | কর্মসম্পাদনের ক্ষেত্রের মান (Weight of Area of Performance) | ক্রম | কার্যক্রম (Activities) | অ্যাকশন |
---|---|---|---|---|---|
১ | (1) পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার (CPR) বৃদ্ধির জন্য কার্যক্রম পরিচালনা | ২৫ |
|
[১.১] পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহার নিশ্চিতকরণ |
|
২ | মা, নবজাতক শিশু, কিশোর-কিশোরীদের মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদান | ২৫ |
|
[২.১] মা, শিশু, প্রজনন ও বয়োসন্ধিকালীন স্বাস্থ্য সেবা |
|
৩ | পরিকল্পিত পরিবার গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ | ১০ |
|
[৩.১] স্কুলপর্যায়ে কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য, বিষয়ক সচেতনতামূলক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম আয়োজন |
|
৪ | জন্ম নিয়ন্ত্রণ ও প্রজনন স্বাস্থ্য সামগ্রী নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ এবং তথ্য ব্যবস্থাপনা উন্নয়ন | ১০ |
|
[৪.১] পরিবার পরিকল্পনা কর্মসূচিতে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর মজুদ যাচাই |
|
এম.১ | সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের বাস্তবায়ন জোরদারকরণ | ৩০ |
|
[এম.১.১] শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়ন |
|
|
[এম.১.২] ই-গভর্ন্যান্স/ উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন |
|
|||
|
[এম.১.৩] অভিযোগ প্রতিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন |
|
|||
|
[এম.১.৪] সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়ন |
|
|||
|
[এম.১.৫] তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন |
|